News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন বহিষ্কার

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-07-27, 5:53am

95c1403db532c6efdc6002d182216f1dc7125739b72dcbe9-b24ef78e8212f5fa347f6a28da30ad301753573996.jpg




রাজধানীর গুলশানে একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়া তিনজনকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৬ জুলাই) রাতে চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন-ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না (২৪), সদস্য মো. সাকাদাউন সিয়াম (২২) ও সাদমান সাদাব (২১)।

রাতে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এর আগে সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন ধরা পড়েন।

তারা হলেন- মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।

তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এছাড়া ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ওই বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তারা।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী ও অভিযুক্তরা থানায় আছে। অভিযোগ লেখা শেষ হলেই গ্রেফতার দেখানো হবে।