News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

এবার রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2026-01-13, 2:33pm

ertwrwerw4e-c072f98718ab75595f39df6f425ba14e1768293204.jpg




তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)সহ রেস্তোরাঁ খাতের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি।

রেস্তোরাঁ মালিক সমিতি বলে, করোনাকালীন সময়ে সংকট এবং পরবর্তীতে ছাত্র জনতার জুলাই বিপ্লবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল অনেক। বিগত দিনের অন্যায়, অত্যাচার, জুলুম থেকে মুক্তি মিলবে বলেই প্রত্যাশা ছিলো সবার। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এক বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে।

বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে রেস্তোরাঁ খাতে। ফলে দেশের রেস্তোরাঁ সেবার আজ এক গভীর সংকটময় সময় অতিক্রম করছে।

দেশের রেস্তোরাঁ খাতে বর্তমানে যেসব সংকট রয়েছে- ১) তীব্র জ্বালানি সংকট ২) ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি ৩) মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যে দিশেহারা পরিস্থিতি ৪) ব্যবসা পরিচালনায় নেই ওয়ান স্টপ সার্ভিস ৫) নিয়ম বহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে ও ৬) রেস্তোরাঁ ব্যবসার সংকটে নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকারও নেই।

নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার উল্লেখ করে রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, এলপিজি সংকট নিরসনে সরকার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এলপিজিসহ রেস্তোরাঁ খাতের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধান করতে হবে।

সমস্যা সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও জানান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটি আরও জানায়, জ্বালানি সংকট নিরসন করতে হবে, রেস্তোরাঁ ব্যবসা করপোরেট দখলের উদ্দেশ্য বাস্তবায়নে ট্রেড ইউনিয়নের নামে নৈরাজ্য বন্ধ করতে হবে, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা পর্যায়ে রেস্তোরাঁর খাবারের দাম সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান ও আগামী সরকারকে ব্যবস্থা নিতে হবে।

এর আগে, গত ৮ জানুয়ারি দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। তবে বিইআরসির আশ্বাসে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সমিতি।