News update
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     

ইয়েমেনে নিহত বেড়ে ৫৩, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সংঘাত 2025-03-17, 12:36pm

ertewrwr-52a45e2d7c31b42412792fdc646447611742193379.jpg




মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্র পরিচালিত ভয়াবহ বিমান হামলায় নিহত বেড়ে ৫৩ জনে পৌঁছেছে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।  

এ দিকে এ ঘটনায় লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুতিরা। অন্যদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার দিয়েছে যুক্তরাষ্ট্রও। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুতিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৭ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১৫ মার্চ) ইয়েমেনে হওয়া এ মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে পাঁচ শিশুও রয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুতিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর প্রতিক্রিয়ায় হুতিদের মুখপাত্র মোহাম্মদ আব্দুল-সালাম এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, জনমতকে প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্র লোহিত সাগরে জাহাজ চলাচলের হুমকির বিষয়টি অতিরঞ্জিত করছে।

মূলত, গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ জারি করেছে ইসরায়েল। ফলে সেখানে কোনো ধরনের খাদ্যদ্রব্য, পানি বা ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। এ অবস্থায় লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে পুনরায় আক্রমণ শুরু করার হুমকি দেয় হুতি বিদ্রোহীরা। এই হুমকির পরপরই শনিবার ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। 

এদিকে ওয়াশিংটন বলছে, শনিবারের বিমান হামলায় নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুতি নেতা রয়েছেন, কিন্তু গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি।

হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতেও হামলা চালাবে।

বিবিসি বলছে, পূর্বের মৃত্যুর সংখ্যা আপডেট করে রোববার হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মার্কিন হামলায় পাঁচ শিশু এবং দুই নারীসহ ৫৩ জন নিহত হয়েছেন এবং আরও ৯৮ জন আহত হয়েছেন।

হুতিদের দাবি, রোববার রাতে বন্দর শহর হুদায়দাতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। অবশ্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবিসি নিউজকে বলেছেন, শনিবারের হামলায় অনেক হুথি নেতাকে হত্যা করা হয়েছে।

ফক্স নিউজকে তিনি বলেন, আমরা তাদের ওপর প্রচণ্ড শক্তি প্রয়োগ করেছি এবং ইরানকে জানিয়েছি যে— যথেষ্ট হয়েছে।

এদিকে হুতিদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজকে জানান, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই অভিযান নৌচলাচলের স্বাধীনতা এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য।

অন্যদিকে হুতিরাও জানিয়েছে, ইসরায়েল গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবে এবং ইয়েমেনে তাদের ওপর চলা হামলারও জবাব দেবে।

আরটিভি