News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

মাথায় ড্রোনের আঘাত, ২ বছরের ওমরকেও ছাড়েনি ইসরাইল

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-03-20, 6:43am

e25603798142d5414faecad355201cdcf4218d25b89adeac-9b925cc08689b84a9a57b09a36051aa61742431404.jpg




দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আসদায় ইসরাইলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ওয়াফার সংবাদদাতা জানিয়েছেন, ড্রোনটি আড়াই বছর বয়সি শিশু ওমর কাসেম তালাব আবু শারকিয়ার মাথায় আঘাত করেছে।

তিনি আরও জানান, আবু শারকিয়াকে দ্রুত পার্শ্ববর্তী রাফাহ শহরের কুয়েতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বিমান হামলায় শত শত ফিলিস্তিনির প্রাণহানির রেশ না কাটতেই গাজা উপত্যকায় এবার ‘স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি বাহিনী।

বুধবার (১৯ মার্চ) ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ ‘পুনরুদ্ধারের জন্য সীমিত স্থল অভিযান’ শুরু করেছে।

বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।

নেতানিয়াহু বাহিনীর এই পদক্ষেপ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা ক হচ্ছে। 

উল্লেখ্য, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরাইল ‘সামরিক অঞ্চল হিসেবে’ ব্যবহার করা নেতজারিম করিডোর থেকে সরে আসে, যা উত্তর গাজাকে দক্ষিণ থেকে দ্বিখণ্ডিত করেছিল।  সময়