News update
  • If the US Nuclear Umbrella Collapses, Will it Trigger a Euro-Bomb?     |     
  • Israeli restrictions on UN bodies in Gaza highlighted at ICJ     |     
  • Lightning strikes kill 11 in six Bangladesh districts     |     
  • Prof Yunus back home after his week-long Doha, Rome visits     |     
  • 5 of a family burn injuried in Gazipur gas cylinder blast      |     

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বাঁচাতে বিমান পাঠায় ইরান, রুখে দেয় ইসরাইল!

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-04-28, 5:51pm

5t5334534-3bf4df22c114c0c7f84281da58f19c2f1745841069.jpg




সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বাঁচাতে ইরানের পাঠানো বিমান সেসময় আকাশপথেই রুখে দেয়ার দাবি করেছেন তিনি।

রোববার (২৭ এপ্রিল) জেরুজালেমে এক সম্মেলনে এ দাবি করেন নেতানিয়াহু। 

প্রতিবেদন মতে, গেল ডিসেম্বরে বিদ্রোহীরা সিরিয়া দখলের চেষ্টা করলে ইরান দেশটিতে বিমানবাহিনী ডিভিশন পাঠাতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল, দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে চূড়ান্ত পরাজয় থেকে রক্ষা করা। তবে ইসরাইল ইরানের সেই প্রচেষ্টা রুখে দেয় বলে দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী। 

তিনি আরও জানান, সেদিন দামেস্কমুখী ইরানের বিমান বাহিনীকে রুখতে বেশ কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়েছিল ইসরাইল। পরে ইরানি বিমান ফিরে যায় বলেও জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যদিও এই অভিযান সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান।

পরবর্তীতে বাশার আল-আসাদকে নিরাপদে সরিয়ে নিতে রাশিয়া বিমান পাঠালে মস্কোয় পালিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী আসমা আসাদ ও তিন সন্তান। এর আগে আসাদ পরিবার টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল।  

বাশার আল-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন টানা ২৪ বছর। তার আমলেই ১৩ বছর গৃহযুদ্ধে জর্জরিত ছিল সিরিয়া। এ যুদ্ধে নিহত হন পাঁচ লাখের বেশি মানুষ। গৃহহারা হন দেশটির লাখ লাখ বাসিন্দা।