News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

পাকিস্তানি বাহিনীর ব্যাপক গুলিবর্ষণে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-05-01, 7:37am

img_20250501_073455-22dd6fd7e5848d35d37e1ce59349fdb01746063425.jpg




বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর  দু’দেশের সেনাদের মধ্যে রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কার। 

বুধবার (৩০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন দাবি করলো পাকিস্তান।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয় পাক বাহিনী।

পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, ২৯-৩০ এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্টটি ধ্বংস করে তারা। 

নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্টসহ বেশ কয়েকটি বাঙ্কারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তার ভাষ্যমতে, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উসকানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়। একইসঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, দ্রুত এবং পরিমাপিত পদক্ষেপ আগ্রাসনের মুখে পাকিস্তানের অপারেশনাল প্রস্তুতি প্রদর্শন করেছে বলেও জানায় সেনাবাহিনীর একাধিক সূত্র। এ ছাড়া পাকিস্তান সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারত ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সীমান্তবর্তী এলাকা খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের ওপর নিপীড়নমূলক দমন-পীড়ন অব্যাহত রেখেছে। 

এর প্রেক্ষিতে পাকিস্তানি নিরাপত্তা সূত্র সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড নয়াদিল্লির অস্থিতিশীল যুদ্ধ-প্ররোচনামূলক ভঙ্গি প্রকাশ করে।