News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

‘গাজার প্রতিটি শিশুই শত্রু’

ইসরাইলি রাজনীতিবিদের মন্তব্য

সংঘাত 2025-05-23, 7:22am

6fbf0426e7879e2c28bfb27f59991a60340850decae52543-1-28f82b1eb3d2761515baa3b2878fda9c1747963374.jpg




‘গাজার প্রতিটি শিশুই শত্রু’ বলে চরম বিতর্কিত মন্তব্য করেছেন ইসরাইলি রাজনীতিবিদ মোশে ফেইগলিন।

বুধবার (২১ মে) তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন মতে, ইসরাইলি পার্লামেন্টের সাবেক সদস্য ফেইগলিন ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে বলেছেন, ‘শত্রু হামাস নয়, এমনকি হামাসের সামরিক শাখাও নয়। গাজার প্রতিটি শিশুই শত্রু।’ 

তিনি আরও বলেন, আমাদের গাজা দখল করে বসতি স্থাপন করতে হবে এবং সেখানে গাজার একটি শিশুও থাকবে না। এর বাইরে আর কোনো বিজয় নেই।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ১৬ হাজার ৫০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এর মধ্যে এক বছরের কম বয়সি রয়েছে ৯১৬ জন। এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে রয়েছে ৪ হাজার ৩৬৫ জন। 

এছাড়াও ছয় থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ৬ হাজার ১০১ জন। আর নিহতদের মধ্যে ১৩ থেকে ১৭ বছরের মধ্যে ৫ হাজার ১২৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আর টানা সাড়ে ১৯ মাসের এই হামলায় সর্বমোট ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।