News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

ইরানের হামলায় ইসরাইলে নিহত এক, আহত অনেকে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-14, 8:15am

0763569842aaaae694839971e9aa60748eaec52e8c52cc39-42314d492a7b591a0ca61e59d5ad21f41749867311.jpg




ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্তত তিন দফায় এই হামলা চালিয়েছে বলে ইসরাইল ও ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত এক ইসরাইলি নারী নিহত ও ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরাইলের পুলিশের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের রামাত গান শহরে ঘটনাস্থলে ওই নারী নিহত হন। ইসরাইলে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরুর পর এটাই প্রথম কোনো ইসরাইলি নাগরিকের নিহত হওয়ার ঘটনা।

পুলিশ জানিয়েছে, তেল আবিবের পূর্বে অবস্থিত শহরের ড্যান এলাকায় ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।

মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকজন আহত ব্যক্তিকে এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

সিএনএন বলছে, অন্যান্য জরুরি পরিষেবাসহ পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া ইরানের কয়েক দফার হামলায় অন্তত ৪০ ইসরাইলি আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

এদিকে ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, কমপক্ষে দুটি প্রজেক্টাইল বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে ইসরাইলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরাইলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।