News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ইরানের 'শাসনব্যবস্থা' নিয়ে ট্রাম্পের নতুন সুর!

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-23, 6:57am

bb10e629ed7e8e337e88a2d9e195a2be9347f6a89bbbcf3e-16be9a97d7f28d751e5180cbf328406e1750640273.jpg




ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে আবারও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন-ইরান যদি ‘আবার মহান’ হতে না পারে, তাহলে কেন সেই শাসনব্যবস্থা বদলানো হবে না?

রোববার (২২ জুন) ট্রাম্পের পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ট্রাম্প লিখেছেন, ‘'শাসন পরিবর্তন' শব্দটা রাজনৈতিকভাবে সঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করে তুলতে না পারে-তাহলে পরিবর্তন আসবে না কেন???’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘MIGA!!!’-অর্থাৎ ‘Make Iran Great Again’। তার বিখ্যাত স্লোগান ‘Make America Great Again’ বা MAGA-র অনুসরণে এই নতুন সংক্ষিপ্ত রূপ।

ট্রাম্পের এই বক্তব্যকে অনেকেই দেখছেন তার প্রশাসনের আগের অবস্থান থেকে সরে আসা হিসেবে। কারণ তার শাসনামলে হোয়াইট হাউস একাধিকবার জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের সরকার পতনের জন্য কাজ করছে না।