News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

যুদ্ধবিরতির বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি: ইরান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-24, 9:42am

67b1605b4726b27579a5ad80f0fb54ce4b7ff0694415bfa4-b7490257e81a849c75eed9b617618ec61750736554.jpg




এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইল অবৈধ হামলা বন্ধ করলে তেহরানেরও হামলা চালিয়ে নেয়ার আর ইচ্ছা নেই।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

আরাঘচি ইরানের সময় মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত সময় বেঁধে দেন। তিনি জানান, এ সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে। তবে এ সময় এরইমধ্যে পার হয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো চুক্তি হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ শুরু করেছে ইসরাইল। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি বেধে দেয়া সময় ভোর ৪টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরাইলের অবৈধ হামলা বন্ধ হয়, তাহলে তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেয়া হবে।

কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টার মাথায় সংঘাত বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরাইল। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তেহরান।