News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

ট্রাম্প-পুতিনের ফোনালাপের পরই ইউক্রেনে ব্যাপক হামলা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-07-04, 10:18pm

4cea7dce952be32b574b5e97c9cd7c8eb6ba8893c66da2df-49dc7503663c66c85f74d3a31619718c1751645936.jpg




ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে শুক্রবার (৪ জুলাই) রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, আবাসিক এলাকাসহ এক ডজনেরও বেশি স্থানে চালানো হয় হামলা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ‘কোনো অগ্রগতি’ হয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কথা বলার কয়েক ঘণ্টা পরই শুরু হয় হামলা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কোর মতে, ঘণ্টাব্যাপী এই হামলায় অন্তত আটজন আহত হয়েছেন এবং এতে দুটি জেলা শহরের কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার ভোরে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, কিয়েভের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়েও সতর্ক করা হয়। এর কিছুক্ষণ পরেই, শহরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানা গেছে।

সিএনএনের স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলের কিছু অংশে প্রচণ্ড ধোঁয়া দেখা গেছে এবং আকাশে ড্রোনের শব্দও শোনা যায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ইউক্রেনে প্রায় রাতেই বিমান হামলা চালিয়েছে রাশিয়া, যাতে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানান, শুধুমাত্র জুন মাসেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৩৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে প্রায় ৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া ৫ হাজার যুদ্ধ ড্রোন এবং ৫ হাজার গ্লাইডিং বোমা দিয়েও হামলা হয়েছে।