Sunday , March 29 2020
Home / বাংলা বিভাগ / খবর / সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সরকারকে যুদ্ধ ঘোষনা করতে হবে
ad
সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সরকারকে যুদ্ধ ঘোষনা করতে হবে
IAB Amir and Pir Shaheb of Charmonai addressing an iftar mahfil of his party on Tuesday.

সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে সরকারকে যুদ্ধ ঘোষনা করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। কিন্তু এমন মানুষ আছে যারা কুকুর, শিয়াল ও শুকরের চেয়েও অধম। ইসলাম বহির্ভূত শাসনের করণে খারাপ লোক তৈরী হয়। মায়ানমার তার উদাহরণ। এরা দেশ শাসন করে বলেই দেশে খুন, গুম। অনৈতিকতা, নৃশংসতার জন্ম হয়। তিনি বলেন ইসলামী শাসন প্রতিষ্টার মাধ্যমেই এই অবস্থার পরিবর্তন সম্ভব। তিনি বলেন রাষ্ট্রীয় সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে। সন্ত্রাস ও দুর্নীতি মহামারির আকার ধারণ করেছে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র গঠনে কুরয়ানের বিধান প্রতিষ্ঠার প্রয়োজন।
মঙ্গলবার ৫ জুন তিনি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আইএবি-র ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। – প্রেস বিজ্ঞপ্তি

adadad