News update
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     
  • China slaps 34% tax on US imports retaliating Trump tariffs     |     
  • Dhaka’s air quality marks ‘unhealthy’ on Saturday morning     |     

বক্সঅফিস কাঁপানো ভারতীয় ৫ সিনেমা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2024-12-25, 6:43pm

img_20241225_184146-05f6151e78aa189cae6bd0947763e5691735130615.jpg




কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’কে বরণ করে নিতে সারাবিশ্বেই চলছে উৎসবের আমেজ। শুধু জীবন নয়, কাজ, বিনোদন সব মিলিয়েই যেন পুরাতন বছরে রয়েছে আশা-হতাশার নানান গল্প। নতুন সিনেমা, তারকাদের বিয়ে, প্রেমে পড়া কিংবা বিচ্ছেদ— এসবেই ভরপুর ছিল ২০২৪।

প্রতি বছরের মতো এবারও অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে ভারতে। বলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ব্যবসাসফল সিনেমার বড় তালিকা বহন করেছে ভারতের দক্ষিণেও। বছরজুড়ে বহু সিনেমা মুক্তি পেলেও প্রত্যাশিত অনেক সিনেমাই ঝরে গেছে। আশার আলো ফেলতে পারেনি সিনেমা হলে। অন্যদিকে প্রত্যাশা ছাপিয়ে বক্সঅফিস মাতিয়েছে কয়েকটি সিনেমা।

চলুন দেখে নেওয়া যাক, চলতি বছর কোন কোন সিনেমা কাঁপিয়েছে ভারতীয় বক্সঅফিস।

‘পুষ্পা ২: দ্য রুল’

ভারতের অন্যতম সফল সিনেমাগুলোর একটি হলো ‘পুষ্পা’। মুক্তির পর ঝড় তোলে সিনেমাটি। এই সিনেমা দিয়ে নতুনভাবে রেকর্ড গড়েন আল্লু অর্জুন। এরপর সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন দর্শক। অবশেষে প্রতীক্ষার পালা শেষ হয় সিনেমাপ্রেমীদের। বছরের শেষপ্রান্তে পর্দায় এলো চলচ্চিত্রটির দ্বিতীয় পার্ট ‘পুষ্পা ২: দ্য রুল’।

বহু প্রতীক্ষার পর গত ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি। এটিও ঝড় তুলেছে বক্সঅফিসে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও উন্মাদনা একটুও থামেনি সিনেমাপ্রেমীদের মাঝে। ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক রেকর্ড ভাঙছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। শিগগির সিনেমাটি দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে— এমনটিই মনে করছেন সিনে-বিশ্লেষকরা। সিনেমাটি মুক্তির মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি।

‘পুষ্পা টু’ নির্মাণ করেছেন সুকুমার। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্সও দাগ কেটেছে দর্শকদের। এবারও সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে পর্দা মাতিয়েছেন রাশমিকা মান্দানা।

মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। এতে আল্লু অর্জুন, রাশমিকা এবং ফাহাদ ফাসিল ছাড়া আরও অভিনয় করেছেন, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীলসহ প্রমুখ।

‘কল্কি ২৮৯৮ এডি’

চলতি বছরের ২৭ জুন মুক্তি পায় প্রভাস-দীপিকার ‘কল্কি ২৮৯৮ এডি’। ভারতীয় মহাকাব্যিক বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর এই সিনেমাটি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। বৈজয়ন্তী মুভিজের ব্যানারে সি. অশ্বিনী দত্ত প্রযোজিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি একই সঙ্গে তেলুগু এবং হিন্দি ভাষায় ধারণ করা হয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনি দ্বারা অনুপ্রাণিত একটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক বিশ্বের পটভূমিতে চিত্রধারণ করা হয়েছে সিনেমাটির।

২০২০ সালের ফেব্রুয়ারিতে বৈজয়ন্তী মুভিজের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘কল্কি ২৮৯৮ এডি’ নির্মাণের ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনার কারণে চলচ্চিত্রটির নির্মাণ এক বছর পিছিয়ে যায়। পরে ২০২১ সালের জুলাই মাসে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে নির্মিত একটি ভবিষ্যৎ সেটে চিত্রগ্রহণ শুরু হয়েছিল।

এটি নির্মাণে খরচ হয় প্রায় ৬০০ কোটি রুপি। সিনেমাটি মুক্তির পরই বক্সঅফিসে ঝড় তোলে। মুক্তির পর বিশ্বব্যাপী আয় করেছে ১০৬০.৪ কোটি রুপি এবং ভারতে আয় করেছে প্রায় ৭৮৪.৬ কোটি রুপি। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় প্রভাস-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

‘স্ত্রী টু’

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’র সিক্যুয়াল এটি। প্রথম কিস্তির মতো এই সিনেমাটিও কাঁপিয়েছে বক্সঅফিস। নির্মাতা অমর কৌশিক দারুণ এক হরর-কমেডি কম্বো উপহার দিয়েছেন দর্শকদের। গত ১৫ আগস্ট মুক্তি পায় শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’।

সিনেমাটি মুক্তির পর শ্রদ্ধা-রাজকুমারের রসায়নে মুগ্ধ দর্শকেরা। এ ছাড়া সিনেমার ‘কামারিয়া’ গানে নেচে ভক্তদের মনে বরাবরের মতোই ঝড় তুলেছে নোরা ফাতেহি। এ ছাড়া ‘আও কাভি হাভেলি পে’ গানে কৃতি স্যাননের বিশেষ উপস্থিতিও নজর কাড়ে সিনেমাপ্রেমীদের।

‘স্ত্রী টু’ সিনেমায় শ্রদ্ধা, রাজকুমার ছাড়া আরও অভিনয় করেছেন, পঙ্কজ ত্রিপাঠি, অতুল শ্রীভাস্তাব, রামাকৃষ্ণা ধাকাড়সহ অনেকেই।

প্রায় ১২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৮৫২.৪ কোটি রুপি এবং ভারতে আয় করে ৭০৮.৬ কোটি রুপি।

‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে থালাপতি বিজয়ের সিনেমা মানেই হিট। প্রতি বছরের মতো এ বছরও বক্সঅফিস মাতিয়েছেন তিনি। ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমা দিয়ে এ বছর পর্দা কাঁপিয়েছেন বিজয়। সিনেমায় একজন অ্যান্টি টেররিজম কর্মকর্তার ভূমিকায় দেখা গেছে তাকে।

চলতি বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি নির্মাণ করেছেন ভেঙ্কট প্রভু। ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করে ৪৫২.৮ কোটি রুপি। অন্যদিকে ভারতে আয় করে ২৯৪.৬ কোটি রুপি।

‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমায় বিজয় ছাড়া আরও অভিনয় করেছেন, প্রভু দেবা, প্রশান্ত, স্নেহা, মোহনসহ প্রমুখ।

‘দেবারা পার্ট ওয়ান’

১৯৮০ ও ৯০ দশকের পটভূমির ওপর নির্মিত হয়েছে সিনেমা ‘দেবারা পার্ট ওয়ান’। এটি ছিল চলতি বছরের বহুল প্রত্যাশিত সিনেমার তালিকায়। মুক্তির পর বক্সঅফিসেও দেখা গেছে সেই ছাপ। কোরাতলা শিভার পরিচালনায় নির্মিত এই সিনেমায় এন টি রামা রাও জুনিয়র ও জাহ্নবী কাপুরের রোমান্সও নজর কেড়েছে দর্শকদের।

২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৪২৬.৮ কোটি রুপি। অন্যদিকে ভারতে আয় করেছে ৩৫০.২ কোটি রুপি।

‘দেবারা পার্ট ওয়ান’ সিনেমায় জুনিয়র এনটি আর ও জাহ্নবী কাপুর ছাড়াও আরও অভিনয় করেছেন সাইফ আলী খান, প্রকাশ রাজ, নারায়ণ, অভিমন্যু সিংসহ প্রমুখ।

আরটিভি