News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

ঈদে ছয় সিনেমার লড়াই, হল সংখ্যায় এগিয়ে কে?

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-03-30, 5:11pm

rt543523423-013d7089d5d05a32126ef0315131c6611743333060.jpg




ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পাচ্ছে ছয়টি চলচ্চিত্র। ছবিগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জিন ৩’। 

বরবাদ

এবার ঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খান অভিনীত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছবিটি সবচেয়ে বেশি দর্শকদের তালিকার কেন্দ্র বিন্দুতে আছে। মাঝখানে ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও অবশেষে ২৬ মার্চ বিকেলে সেই আশঙ্কা কেটে যায়। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ‘বরবাদ’ মুক্তি পাচ্ছে ১২০টি হলে।  

এই সিনেমার টিজার দেখে মনে হয়েছে, আরেকবার তিনি সবাইকে চমকে দিতে আসছেন। অ্যাকশন আর প্রেমে ভরপুর এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ‘প্রিয়তমা’খ্যাত কলকাতার নায়িকা ইধিকা পাল।

শাকিব-ইধিকা ছাড়াও ‘বরবাদ’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত প্রমুখ। 

মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে তার ‘বরবাদ’ পেয়েছে ১২০টি হল। 

দাগি

দ্বিতীয়বারের মতো ‘দাগি’ সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন আফরান নিশো। এই সিনেমা দিয়ে দুই বছর পর ফিরছেন তিনি বড় পর্দায়। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটির প্রচারের শুরুটাই ছিল সিনেমার মতো। প্রথম প্রচারের শুরুতেই হেলিকপ্টারের দরজা খুলে পা রাখেন আফরান নিশো। সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একের পর এক হাজির হন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালরা।

এরইমধ্যে এসেছে টিজার। টিজারে মনে হয়েছে, এই সিনেমাতেও আটপৌরে এক তরুণীর চরিত্র করেছেন তমা, যে ধরনের চরিত্রে তিনি দারুণভাবে মানিয়ে যান।

অভিনয়ের পাশাপাশি ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন নিশো। গানের কথা- ‘তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তত বারবার জাগি।‘ অর্থাৎ অভিনেতার পাশাপাশি এবার দর্শকদের সঙ্গে নিশোর পরিচয় হবে গায়ক হিসেবেও।

বলা দরকার, আফরান নিশো ছাড়াও ‘দাগি’ সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

জ্বীন ৩

ঈদের সিনেমাগুলোর মধ্যে গান দিয়ে এরইমধ্যে বেশ এগিয়ে আছে  ‘জ্বীন-৩’ সিনেমা। ভৌতিক ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজল।

‘জ্বীন’ সিনেমার প্রথম কিস্তিতেও অভিনয় করেছিলেন সজল। অন্যদিকে ‘জ্বিন ৩’ সিনেমার মধ্য দিয়ে জাজের সঙ্গে প্রায় সাত বছর পর আবারও ফারিয়া কাজ করছেন। সিনেমার ‘কন্যা’ গানটিতে ফারিয়ার পারফরম্যান্স দারুণ প্রশংসা কুড়াচ্ছে, সেইসাথে গানটিও।

উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

ছবিটির প্রযোজনা সংস্থা জানিয়েছে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেলস্ক্রিন মিলিয়ে ছবিটি ১৪টি হলে প্রদর্শিত হবে। 

জংলি

পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, চুল-দাঁড়ি আর পুরোদস্তুর অ্যাকশন লুক- ‘জংলি’র টিজারে এরইমধ্যে দেশি মাসালা হিরোরূপে দেখা মিলেছে সিয়াম আহমেদের। এমন সিয়ামকে এর আগে দেখেনি কেউ! আর এ থেকেই সবার আন্দাজ, একেবারেই ভিন্ন এক সিয়ামকে দেখা যাবে এই সিনেমায়। সিনেমাটি নির্মাণ করেছেন এম রহিম।

আসন্ন ঈদের ছবির প্রচারণায় সবার আগে মাঠে নেমেছে ‘জংলি’। একের পর এক ইউনিক পোস্টার, রোমান্টিক গান, প্রি টিজ আগেই ছেড়েছিল ‘জংলি’ টিম। ১ মিনিট ১১ সেকেন্ডের টিজারও বেশ নজর কেড়েছে, প্রশংসাও পেয়েছে।

সম্প্রতি এই সিনেমার ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে। সেখানে সিয়াম ও বুবলীর রসায়ন জমে একেবারে ক্ষীর। রীতিমতো প্রশংসায় ভাসছে এই জুটি।

সিয়াম ও বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন সূত্রে জানা গেছে এরই মধ্যে ‘জংলি’ ৩০টির মতো হল চূড়ান্ত করেছে।

বলা প্রয়োজন, বাংলাদেশে ছাড়াও ‘জংলি’ সিনেমাটি ২৫ এপ্রিল মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন, কাতার ও ওমানে।

চক্কর ৩০২

শাকিব-নিশো-সিয়ামদের সঙ্গে এবার মোশাররফ করিমকে এই ঈদে দেখা যাবে অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’তে।  সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। প্রযোজকও তিনি।

এই সিনেমার শুটিং আগেই শেষ হয়েছিলো। তবে নির্মাতা চেয়েছিলেন ঈদে মুক্তি দেবেন। সেই চিন্তা থেকেই ঈদুল ফিতরে দেখা যাবে সিনেমাটি। সেইসাথে মোশাররফ করিমকেও।

নির্মাতা বলেন, আমরা ঈদে ছবিটি শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দিতে চাই। সেই অনুযায়ী স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা, যমুনা ব্লকবাস্টার, লায়নস সিনেমাস চূড়ান্ত হয়েছে। পরে দর্শকের চাহিদা অনুযায়ী আমরা সিঙ্গল স্ক্রিনগুলোতে ছবিটি মুক্তি দেব।

‘অন্তরাত্মা’ 

এই সিনেমাগুলোর পাশাপাশি মুক্তির দৌঁড়ে আছে ‘অন্তরাত্মা’ সিনেমাটি। ২২ মার্চ সেন্সরে জমা পড়েছে সিনেমাটি। এটি নির্মিত হয়েছিলো ২০২১ সালে। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আরেক নায়িকা দর্শনা বণিক।আরটিভি