News update
  • Dhaka's air quality 'good' Saturday morning     |     
  • Guterres Warns of Dire Fallout from Gaza City Takeover     |     
  • CPJ, partners for ending Gaza journos’ starvation & killing by Israel     |     
  • UN summit ends with bold roadmap for landlocked nations     |     
  • Govt Plans Tougher Rules for Battery-Run Rickshaws     |     

সিনেপ্লেক্সে বিদেশি সিনেমাকে চোখ রাঙাচ্ছে দেশি চলচ্চিত্র, বাড়ছে শো’র সংখ্যা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-04-02, 3:23pm

tyrty45654-5709d41c30bf7870d762c8787b1390201743585782.jpg




ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পাচ্ছে ছয়টি চলচ্চিত্র। ছবিগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো।


বিজ্ঞাপন

ঈদের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্সে সরজমিনে ঘুরে দেখা গিয়েছে বিদেশি সিনেমার চেয়ে দর্শকদের আগ্রহ দেশি চলচ্চিত্রগুলো ঘিরে।


মঙ্গলবার (২ এপ্রিল) বসুন্ধরা সিনেপ্লেক্সে ঘুরে দেখা গিয়েছে ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো দেখতে দর্শকদের দীর্ঘ লাইন। অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন শাকিব, নিশো, সিয়াম কিংবা মোশাররফ করিমের সিনেমা দেখতে। 


বিজ্ঞাপন

প্রথম দিন থেকে কেমন চলছে ঈদের ছবিগুলো জানতে চাইলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলেন, ঈদের দিন থেকেই প্রতিটি সিনেমার বেশ সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে। বিশেষ করে দর্শকের সবচেয়ে আগ্রহ বরবাদ ও দাগি নিয়ে। তারপর আছে জংলি। বাকিগুলোও বেশ ভালোই চলছে। 




এদিকে ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার একটি হচ্ছে ‘দাগি’। সিনেমাটির মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন আফরান নিশো। ঈদের দিন মুক্তির পর থেকেই ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। হলেও আছে দর্শক উপস্থিতি। যা এই অভিনেতা ও সিনেমার পুরো টিমকে আনন্দিত করছে। মুক্তির একদিন পরই নতুন খবর জানালেন সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তিনি জানালেন. ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে। 

মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়লো এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

তিনি জানান, ঈদের সিনেমার সর্বাধিক ভাইব থাকলেও মুক্তির প্রথম মাল্টিপ্লেক্সে আমাদের শো কম দেওয়া হয়েছিল। জানিনা সেটা কি কারণে। এমনটি সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় বিশাল বড় বিলবোর্ড টাঙালেও সে শাখাতে কোনো শো রাখা হয়নি। কিন্তু মঙ্গলবার (১ এপ্রিল) সীমান্ত সম্ভারের শাখাতে সকাল ১১টা ও বিকেল ৪টায় দুটি শো দেওয়া হয়েছে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টারেও একটি শো বেড়েছে। মুক্তির একদিন পর জংলির শো এবং হল বাড়ার খবরটি জংলি টিমের জন্য আনন্দের।  

প্রযোজক আরও জানান, প্রথম দিন শো কম থাকলেও মঙ্গলবার হল বেড়েছে একটি আর শো বেড়েছে তিনটি। এখন সারা দেশের মাল্টিপ্লেক্সে সর্বামোট ১৮টি  শো চলছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় ৩টি, মিউজিয়াম শাখায় ২টি, সীমান্ত সম্ভার শাখায় ২টি, উত্তরা শাখায় ২টি ও চট্টগ্রাম শাখায় ৩টি করে শো চলছে। অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাস শাখায় ৩ টি ও লায়ন সিনেমায় ৩টি করে শো চলছে।  

‘দাগি’ ও ‘জংলি’র পাশাপাশি শো সংখ্যা বেড়েছে ‘বরবাদ’ চলচ্চিত্রটিরও। আরটিভি