News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

অমিতাভ বচ্চনের পেজে জয়ার সিনেমার ট্রেলার, যা বললেন অভিনেত্রী

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-07-04, 10:25pm

7c20aa7f11f59404d2013cc42fec85235d8340855c3f7828-86ef458da71ef4efa5efa89beb7998381751646356.jpg




বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’র ট্রেলার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন। এটি চোখে পড়তেই নিজের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী।

শুক্রবার (৪ জুলাই) সকালে অমিতাভ বচ্চন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।’

অমিতাভের পোস্টটি প্রকাশের এক ঘণ্টা পরই নিজের ফেসবুক পেজে শেয়ার করেন অভিনেত্রী জয়া। ক্যাপশনে লেখেন, হাসির সঙ্গে শুক্রবার শুরু হলো। অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’র ট্রেলার শেয়ার করেছেন। এ আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ অমিতাভ বচ্চন স্যারকে।

নির্মাতা অনিরুদ্ধ নিজের অনুভূতি জানিয়ে বলেন, এটা শুভেচ্ছা নয়, আমাদের কাছে আশীর্বাদ। গোটা টিমের জন্য খুব বড় প্রাপ্তি। এমন একজন মানুষের আশীর্বাদ পেলাম, যা সত্যিই অনুপ্রেরণার। এই আনন্দ ভাগ করার কোনো ভাষা আমার নেই। ঠিক যেন কাঁধে হাত রেখে কেউ একজন বললেন এগিয়ে যেতে। মনটা ভরে গিয়েছে।

নতুন সিনেমা গড়ে উঠেছে এক মা ও মেয়ের গল্পকে কেন্দ্র করে। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছে, মা- মেয়ের সম্পর্কে রক্তের সম্পর্ক না কি ভালোবাসার টান বড়?

সময়ের ভিন্ন ভিন্ন মুহূর্তের সম্পর্কে ভালোবাসা, ক্ষোভ, অভিমান নিয়ে এগিয়ে গেছে সিনেমার গল্প। ট্রেলারে দেখানো হয়, মায়ের প্রতি মেয়ের ঘৃণার কারণে এক সময় আর মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না। এরপর থানায় মিসিং ডায়রি করতে আসেন মা।

এমন রহস্য ভরা গল্পে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। পুলিশের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। সিনেমাটি আগামী ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।