News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

১১ জুলাই থেকে ৭ দিন ‘অন্যদিন’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-07-05, 5:58pm

93da25c9e0bff21c5e91540452e8897b2adc17154ccd0275-7eedca2561a903d6f47fe81ed9be18ea1751716725.jpg




অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত এবং সারা আফরীন প্রযোজিত সিনেমা 'অন্যদিন'। প্রেক্ষাগৃহে ৭ দিন ধরে চলবে সিনেমাটি।

ভেসে বেড়ানো একটা দেশের গল্প, একটা দশকের গল্প- এমন শিরোনাম নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে সিনেমাটি। 

দীর্ঘ সময় সেন্সর বোর্ডে আটকে থাকায় এতদিন দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি আটকে ছিল। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি আটকে থাকলেও দীর্ঘ এ সময়ে সিনেমাটি জয় করেছে আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকটি পুরস্কার।

২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন সিনফন্দেশিওনের সিনেমা ছিল ‘অন্যদিন’। এ সিনেমার জন্যই ২০১৬ সালে বাংলাদেশের প্রথম নির্মাতা হিসাবে হিসেবে সাইমন লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় ‘ফিচারড ডিরেক্টর’এর সম্মাননা পান।

ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ এবং ২০১৪-তে সানড্যান্স থেকে গ্রান্ট এওয়ার্ডও জয় করে 'অন্যদিন'।

২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলার অন্যতম প্রধান ইডফা'র মূল প্রতিযোগিতায় পৃথিবীর সুন্দরতম আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে 'ওয়ার্ল্ড প্রিমিয়ার’ বা অভিষেক হয়েছিল অন্যদিন'র। ইডফা'র ওয়েবসাইটে 'অন্যদিন' কে লেখা হয়েছিলো 'ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল'।

২০২২-এ উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য 'হ্যারেল এওয়ার্ড’, নিউ-ইয়র্কের মমি'তে সে বছরের মাত্র ১৮টা নির্বাচিত মাস্টারপিসে সিলেকশন, জুরিখে 'গোল্ডেন আই’ নমিনেশন, নন্তের ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টসের প্রতিযোগিতায়, সিডনীতে অফিশিয়াল সিলেকশনেও ছিল সিনেমাটি।

সমালোচক ও জুরিবোর্ডের প্রশংসাতেও ভেসেছিল সিনেমাটি। মমি'র ওয়েবসাইটে 'অন্যদিন' এর সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিল 'আর্টিস্টিক মাস্টারপিস' হিসেবে।

অস্ট্রেলিয়ার লিডিং ফিল্ম ম্যাগাজিন ফিল্ম-ইংক 'অন্যদিন' সিনেমা নিয়ে লেখে, ‘ছবিটা সবচাইতে বড় পর্দায় দেখানো উচিত’। স্ক্রিন ডেইলি 'অন্যদিন' এর রিভিউতে 'সিডাকটিভ' আর ভ্যারাইটি সিনেমাটি নিয়ে মন্তব্য করে ‘কৌতুকপূর্ণ কিন্তু বিবেক নাড়া দেয়’।

বিশ্বের বিভিন্ন দেশের মর্যাদাপূর্ণ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলেও নিজ দেশে মুক্তি পায়নি ‘অন্যদিন’।সিনেমাটিতে বিগত আওয়ামী সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় আটকে দেয় তৎকালীন সেন্সর বোর্ড। অবশেষে জুলাইতে মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক মহলে প্রশংসিত সিনেমা ‘অন্যদিন’।