News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-07-12, 6:31pm

38bded95bb41801934dbfa38c925056c324127b1c55ab1a1-cac62aec2d94e573d0bc24d188a9638c1752323512.jpg




অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। সিনেমাটি প্রায় দু’বছর আটকে থাকার পর অবশেষে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

আসছে দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘যত কাণ্ড কলকাতাতেই’। এ সিনেমায় নওশাবার বিপরীতে দেখা যাবে টালিউড অভিনেতা আবির চ্যাটার্জি।

সিনেমায় একজন বাংলাদেশি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। যিনি শিকড়ের খোঁজে কলকাতায় যান। ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায় নির্মিত হয়েছে সিনেমাটি

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নওশাবা বলেন, ‘এ সিনেমায় প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে। সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। তবে এটি কোনো গোয়েন্দা গল্প না।’

নওশাবা আরও বলেন, ‘এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়— এটা আমার জন্য বিশেষ আনন্দের।’

ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত ও  অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মোশন পোস্টার প্রকাশিত হয় শুক্রবার (১১ জুলাই)। পোস্টারে জানানো হয় চলতি বছরের দুর্গাপূজাতেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সময়