News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-07-27, 9:11pm

fc295c2debe0df559c037c3b3d1a2541c3131c364f740785-f49ae75ed2ef8d9057c2f2dedc9ce4191753629072.jpg




গত ঈদের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। দাঁপিয়ে চলেছে প্রেক্ষাগৃহে। তবে অনেকেই ব্যস্ততার কারণে সিনেমা হলে গিয়ে দেখার সুযোগ পাননি। তাদের জন্যই ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’।

পরিচালক রায়হান রাফী জানান, প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই মুক্তি। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুক, এবার ‘তাণ্ডব’ দেখতে পারবেন অনলাইনে।

ওটিটি প্লাটফর্ম হইচই জানিয়েছে, আগস্টে তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে।

রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। দীর্ঘদিন পর একই পর্দায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকে।

সিনেমায় আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু।