News update
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     

নতুন স্ত্রীকে নিয়ে যা বললেন তাহসান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-01-07, 7:40pm

wiuriwerwo9-09b3b43cdc3bd0921d2553212f02befb1736257228.jpg




নতুন বছরের শুরুতেই আলোচনায় আছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। আর এর পেছনের কারণ হলো অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান। ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন। তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজা। রোজার হাতে মেহেদি লাগানো।

তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতেই হইচই পড়ে গেছে। এসবের মাঝেই নতুন গানের খবর জানালেন এই সঙ্গীতশিল্পী।

নতুন গানের প্রকাশনা অনুষ্ঠানে বিয়ে পরবর্তী অনুভূতি জানতে চাইলে তাহসান বলেন, আমাদের দেশের হিউমর ক্যাপাসিটির গ্রহণযোগ্যতা একেক রকম। অনেক দেশেই স্ট্যান্ডআপ কমেডি ব্যাপক। আমাদের দেশের ইন্ডাস্ট্রি বড় না তেমন, আমাদের দেশের রসবোধ একটু ব্যতিক্রম। আমরা সবকিছুতে রসবোধ আনতে পারি না। আসলে এ প্রশ্নের উত্তর যেভাবে দিতে পারলে আমার মজা লাগতো, আমি সেভাবে দিতে পারছি না (হাসতে হাসতে)।

তিনি আরও বলেন, আমি একজন সাধারণ মানুষ। বিষয়‌টি নি‌য়ে কথা ব‌লে জাতীয় ইস্যু হ‌তে চাই না। তবে আপনারা বি‌য়ের অনুভূতি জানতে চেয়েছেন, অনুভূতিটা অসাধারণ।

বিয়ের পর নানা সমালোচনা হচ্ছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে এই তারকা শিল্পী বলেন, আমি শুভাকাঙ্ক্ষী‌দের ভা‌লোবাসা পা‌চ্ছি, এটা নি‌য়ে খুবই আনন্দিত। সব দে‌শেই নেতিবাচকতা থা‌কে, আমা‌দের দে‌শে একটু বে‌শি চর্চা হয়। কাট‌তির জন্য এটা ঘ‌টে। আমার কাজ গান করা, গান ক‌রে যাব। আমি আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায়। তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।

স্ত্রী রোজার কোন বিষয়টি ভালো লাগে আপনার জানতে চাইলে তাহসান বলেন, পারসোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে, যেগুলো ক্যামেরার সামনে বলা রুচিশীল না। আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি―যেটা আমাদের খুব পারসোনাল ব্যাপার।

এদিকে,মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে এই নবদম্পতি রওনা হন মালদ্বীপের উদ্দেশ্যে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।