অভিনয় জগতে সেরাদের সেরা ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে সিনেমাজগতে শীর্ষে থাকলেও খেলার মাঠে মুখ থুবড়ে পড়েছে শাকিবের দল ঢাকা ক্যাপিটালস।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে অন্যতম আকর্ষণ ছিল অভিনেতার দলটি। কিন্তু গত ৩০ ডিসেম্বর খেলা শুরুর পর থেকেই একের পর এক হার হজম করছে ঢাকা ক্যাপিটালস।
ঢাকা ক্যাপিটালসের অন্যতম স্বত্বাধিকারী শাকিবের এ দলে লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরারা, জনসন চার্লস, আমির হামজার মতো খেলোয়াড় থাকার পরও এখন পর্যন্ত খেলায় কোনো জয়ের দেখা মেলেনি।
৩০ ডিসেম্বর গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম মাঠে নামে ঢাকা। ৪০ রানের ব্যবধানে হারে দলটি।
এরপর এক এক করে দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহী, তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্স এবং চতুর্থ ম্যাচে আবারও রংপুর রাইডার্সের কাছে হারে ঢাকা ক্যাপিটালস। সময়