News update
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     

রাধিকা মার্চেন্টের কুম্ভস্নানের পোশাক ভাইরাল, দাম কত জানেন?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-28, 7:41am

21f9950822c95fb74aee800663c182e8b3e6f2141fa8ba21-a601b5ed6dc535e6a1afdaf52969706b1740706884.jpg




দুই সপ্তাহ আগে সপরিবারে মহাকুম্ভ স্নানে অংশ নেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। পুণ্য লাভের আশায় কুম্ভস্নানে অংশ নিয়েছিলেন আম্বানি পরিবারের নব দম্পতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টও। তবে যে পোশাক পরে রাধিকা মহাকুম্ভ স্নানে অংশ নেন তা নিয়ে সম্প্রতি অর্ন্তজালে শুরু হয়েছে নানা আলোচনা।

রাধিকা মার্চেন্টের কুম্ভস্নানের পোশাক হঠাৎ কেন নেটপাড়ায় ভাইরাল হলো জানেন?

নেটিজেনরা বলছেন, যে পোশাক পরে রাধিকা মহাকুম্ভ স্নানে অংশ নেন, তা কোনো সাধারণ পোশাক ছিল না। বরং জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারের তৈরি লাখ টাকার বেশি দামী পোশাক ছিলো সেটি।

কেমন ছিলো রাধিকার পোশাক? নীল আর সবুজ মিশ্র রংয়ের সালোয়ার কামিজ পরে মহাকুম্ভ স্নানে উপস্থিত হয়েছিলেন রাধিকা। নীল রংয়ের কামিজে ছিলো রুপালি সুতার ভারী কাজ।

সিল্কের তৈরি পোশাকটির সালোয়ার ও ওড়নাতে ছিলো রুপালি রংয়ের হালকা কাজ। আভিজাত্য আর স্টাইলিশ এ পোশাকটি ডিজাইন করেন ফ্যাশন ডিজাইনার জয়ন্তী রেড্ডি।

ফ্যাশন ডিজাইনার জয়ন্তী রেড্ডির ডিজাইন করা নানা পোশাকের কালেকশন নিয়ে তৈরি জয়ন্তী রেড্ডি ওয়েবসাইট স্ক্রল করলে দেখা যায়, সে ওয়েব সাইটের একটি পোশাকই পছন্দ করে কিনেছেন রাধিকা।

মহাকুম্ভ স্নানে নতুন পোশাক হিসেবে কেনা রাধিকার সে পোশাকের দাম ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা।

মহাকুম্ভে পরা রাধিকার পোশাক অন্তর্জালে ভাইরাল হলে নেটিজেনরা জানান মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের একদল লেখেন, ধর্মীয় অনুষ্ঠানেও দামি পোশাক পরেন রাধিকা। এটা একটু বাড়াবাড়ি। আবার নেটিজেনদের অন্য একটি দল লেখেন, ভারতীয় ধনকুবের আম্বানি পরিবারের বৌমা, লাখ টাকার পোশাক পরবেন সেটাই স্বাভাবিক।