News update
  • India Turns Back 4 Bangladeshi Trucks from Benapole     |     
  • 81 rivers vanishing across Bangladesh; ecological crisis feared     |     
  • BGB seizes 10 Indian cattle along C’nawabganj border     |     
  • Dhaka’s air quality ‘moderate’ Thursday morning     |     

সাইকো কিলার মিষ্টি জান্নাত!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-28, 4:12pm

img_20250228_161054-ac95bd2dbf4bad411906fb11110a784b1740737566.jpg




বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি  ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। এবার এই নায়িকা জানালেন সাইকো কিলার হিসেবে পর্দায় আসছেন তিনি। ‘সাইকে’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। 

ইতোমধ্যে ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিষ্টি জান্নাত। আর এটি নির্মাণ করছেন নির্মাতা মাহফুজ রহমান রাজ। 

নতুন ওয়েব ফিল্মটি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, আসলে ব্যক্তিগত কাজ নিয়ে এতো দিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশ কিছু কাজ শুরু করেছি, যার মাঝে এই ওয়েব ফিল্মটি অন্যতম। এই ফিল্মটিতে একজন সাইকো কিলার হিসেবে দর্শক আমাকে দেখতে পাবে। নতুন ও ভিন্ন একটি চরিত্রে কাজ করছি, বেশ ভালো লাগছে। আশাকরি দর্শকদেও ভালো লাগবে। 

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও। আরটিভি