News update
  • Bangladesh in a Catch-22 Situation     |     
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     

ঈদে ‘রহস্যের জট’ খুলতে আসছেন মিথিলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-17, 12:19pm

34234324-a474483e7da3f165aaa7e3107dacb2051742192390.jpg




আসন্ন ঈদুল ফিতরে নিজের কোনো সিনেমা মুক্তি না পেলেও আলোচিত একটি ওয়েব সিরিজের ‘রহস্যের জট’ খুলতে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র রহস্য জানাতে দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন অভিনেত্রী।

২০২৩ সালে শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের প্রথম কিস্তি মুক্তি পায়। এ সিরিজে জটিল মানসিকতার এক নারীর চরিত্রে ধরা দেন মিথিলা।

অনেক প্রশ্ন সামনে রেখে সিরিজটি শেষ হয়। সেসব প্রশ্নের উত্তর আর রহস্যের জট খুলতেই নির্মিত হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিরিজ।

ওয়েব সিরিজের নতুন পর্ব প্রসঙ্গে অভিনেত্রী মিথিলা বলেন, ‘প্রথম সিজনের মতো এবারও দারুণ একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। আশা করছি, এবারও দর্শক সিরিজটি খুব পছন্দ করবেন।

তিনি আরও বলেন, টিমের সবাই দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছেন। দ্বিতীয় সিরিজের গল্প কিংবা আমার চরিত্রের বাঁক নিয়ে কিছুই এখন জানাতে চাই না। এতে মজা নষ্ট হয়ে যাবে।

আসন্ন ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পারবেন দর্শক।