News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

অভিনয় থেকে বিদায় নিচ্ছেন মৌসুমী!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-03, 7:34pm

img_20250503_193723-b678fc3dba4248e746ef03eb55413d991746279466.jpg




৯০ দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী মৌসুমী। তার হাসি সিনেমার পর্দায় এখনও মুগ্ধতা ছড়ায়। বর্তমানে কাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন মৌসুমী। এমনকি দেশের বাইরে আবাস গড়েছেন তিনি। খুব শিগগির দেশে ফেরার ইচ্ছাও নেই তার। এমন সময় ভক্তদের জন্য এমন একটি খবর দিলেন ওমর সানী যাতে চিন্তার ভাঁজ পড়েছে দর্শক ভক্তদের।

২০২৩ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন। সঙ্গে আছেন মেয়ে ফাইজা। শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানী।

এ বিষয়ে সানী গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেয়া জরুরি।’

তিনি জানিয়েছেন, মৌসুমী নাকি এও বলেছেন, তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন!

গণমাধ্যমকে দেয়া এক এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর এই কথাটা খুব কষ্টের। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই।’

এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’

২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। তার প্রথম নায়ক প্রয়াত নায়ক সালমান শাহ। শুরুর দিকে মৌসুমী-সালমান শাহ জুটি বেঁধে কয়েকটি সিনেমা করলেও পরে তারা দুইজনেই আলাদা কাজ শুরু করেন।

দীর্ঘ অভিনয়জীবনে মৌসুমী উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সেরা অভিনেত্রীর সম্মানও। সময়।