News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

অভিনয় ছাড়া কিচ্ছু করি না, কোনও ব্যবসা নেই, ব্যাকআপ নেই: শুভ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-05, 1:18pm

rterterte546453-07f5328f2f55798e9fca2032d9ee523b1746429532.jpg




ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়ক আরেফিন শুভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে ছিলেন তিনি। শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করার পর থেকেই একরকম তাকে আর অভিনয়ে দেখা যায়নি। আড়ালেই চলে যান এ নায়ক। শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে বেশ সমালোচিতও হয়েছিলেন এ অভিনেতা।

সবকিছু পাশ কাটিয়ে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। সম্প্রতি আসন্ন কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘নীলচক্র’ এক ঝলকে ঝড় তোলে নেটদুনিয়ায়। এরইমাধ্যে প্রথম হিন্দি ওয়বে সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজে বেশ কয়েকমাস ধরে অবস্থান করছেন ভারতে। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ বলছেন, পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনো অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনও ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তাহলে কলকাতার এই কাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।

ওই সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদে নিয়েও কথা বলেন শুভ। অভিনেতার ভাষ্য, বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে!

তিনি যোগ করেন, ছয় বছর ধরে আমি ফেসবুক থেকে দূরে। একটা পেজ রয়েছে, যেটা আমার টিম চালায়। ফেসবুক কেমন যেন একটা হেট মেশিনে পরিণত হয়েছে। লোকে নিজের জীবনে এতটাই বীতশ্রদ্ধ যে, অন্যের নিন্দে করে শান্তি পায়। ব্যাপার হল, যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা আমার জীবনটা কাটাচ্ছে না। আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি কিচ্ছু জানে না। তা হলে সে আমাকে নিয়ে কথা বলার কে? বললেই বা আমি শুনব কেন?

ব্যস্ততার ফিরিস্তি দিয়ে এ তারকা বলেন, আমার আগামী ছবি ‘নীলচক্র’ রিলিজ করবে সামনে। তার পর ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ রয়েছে।

সর্বশেষ তিনি বলেন, আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি, যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা। আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়।আরটিভি