News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

আট নায়িকা নিয়ে আসছেন ট্রাক ড্রাইভার মোশাররফ করিম!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-23, 2:15pm

f84e31f0bf1a98d2bce4acd942959bf64cf6bdb267996fc3-ca630a45106277ae47b3e5a70697ab7f1747988129.jpg




৮টা বউ, ১টা ট্রাক, আর অজস্র গল্প—কমেডিয়ান ঘরানার নতুন সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় মিলবে ভিন্নধর্মী রোড অ্যাডভেঞ্চার। তারই এক ঝলক মিলল সিরিজটির প্রকাশিত হওয়া ট্রেলারে।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই বাংলাদেশ’-এ মুক্তি পায় ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেলার। ২ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে ফুটে ওঠে ট্রাক ড্রাইভার আব্বাসের ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ ভরা জীবনের কৌতুকপূর্ণ জটিলতা।

‘হইচই বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেসবুক পেজেও মুক্তি দেয়া হয়েছে ট্রেলারটি। ক্যাপশনে লেখা, ৮টা বউ, ১টা ট্রাক, আর অজস্র গল্প— হরণ বাজিয়ে আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’! প্রথমবার অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় মোশাররফ করিম!

সিরিজটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও রয়েছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

আগামী ৫ জুন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ‘বোহেমিয়ান ঘোড়া’। সময়।