News update
  • UN aid teams plead for access … Gazans shot collecting food     |     
  • June 2026 Polls Deadline, A Defining Moment for Bangladesh     |     
  • UN Envoy Urges Israel to End Strikes, Ease Gaza Starvation     |     
  • 1.5°C Climate Limit Likely to Be Breached by 2029: WMO     |     
  • Election by June next year, Yunus tells Japan’s Taro Aso     |     

পপি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য, ক্ষোভে কী বললেন ওমর সানী?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-26, 7:38am

f8f5fee44f9b5d42da27a9de27a0c13827313182a4ef605d-c875b64cdf86f06054236b329e86c66c1748223488.jpg




ঢালিউড চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নিয়ে রেগে গিয়ে পপিকে প্রয়োজনে শাসন করার কথাও জানান অভিনেতা।

সিনেমাজগত থেকে দূরে সরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চিত্রনায়িকা পপি। তবে হঠাৎই পারিবারিক কারণে মা, বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে আসেন অভিনেত্রী।

নায়িকার বিরুদ্ধে মা ও বোনরা জিডি করলে পরিবারের নানা জটিল ইস্যু নিয়ে ফেসবুক লাইভে আসেন পপি। ওই সময় অভিনেত্রী নিজের দুঃখের কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে জানান, তার পরিবার তাকে ‘টাকা তৈরির মেশিন’ হিসেবে তৈরি করেছেন, পরিবারের ভালোবাসা তিনি পাননি।

পপি ওই সময় আরও জানান, বর্তমানে স্বামী, সংসার নিয়ে সুখে আছেন তিনি। আর কাজ করতে চান না সিনেমা জগতে। আর এ বক্তব্যেই বিরক্ত সানী।

সম্প্রতি সংবাদমাধ্যমের এক বিশেষ সাক্ষাৎকারে আলাপচারিতায় পপি প্রসঙ্গ উঠলে চিত্রনায়িকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্ষেপে যান সানী। বলেন,

আসলে পপি একটা স্টুপিড (বোকা)। ও যদি সিনেমার নায়িকা না হতো, ওকে কে চিনতো? নায়িকা না হলে ওকে ওর স্বামীও কিন্তু বিয়ে করতো না!

সানী আরও বলেন,

পপির অভিযোগ সিনেমায় কাজ করতে গিয়েই নানা পারিবারিক ঝামেলায় ও জড়িয়েছে। ওকে ওর মা নায়িকা না বানিয়ে অন্য কিছু কেন বানালো না এ নিয়েও ওর আক্ষেপ। এতে সিনেমা জগতকে ছোট করা হয়, সিনেমাকে অবজ্ঞা করা হয়। পপির এ ধরনের কথাবার্তা আবেগী। ফাজলামো ছাড়া আর কিছুই মনে হয়নি আমার। এর জন্য ওকে যদি আমি শাসনও করতে চাই, সে অধিকার আমার আছে। কারণ আমি ওর দুলাভাই।

আক্ষেপ করে এ চিত্রনায়ক বলেন,

পপির ওই বক্তব্যের মাধ্যমে ও আসলে নিজেকেই ছোট করে ফেলেছে। স্বামী, সন্তান নিয়ে ব্যস্ত থাকতে চায়, থাকুক। আমি ওর দুলাভাই। গত চার,পাঁচ বছরে আমার, ওর বোনের (চিত্রনায়িকা মৌসুমী) কোনো খবর নেয়নি। না নিক, আমিও চাই না, ও আমাদের খবর নিক।

সবশেষে সানি বলেন,

‘কুলি’ সিনেমায় আমার বিপরীতে অভিনয় করে সিনেমাজগত শুরু হয় পপির। পরিচালক আকবর আর প্রযোজক সিদ্দিক ভাইয়ের হাত ধরে সিনেমা জগতে পা রাখে পপি। সেসব স্মৃতি ভোলার নয়। ওর জন্য আমার কোনো পরামর্শ নেই। তবে দিনশেষে পপির জন্য সব সময় ভালোবাসা, দোয়া, স্নেহ, আদর, সোহাগ সব আমাদের থাকবে। আর সুখের দিন না হোক, দুঃখের দিন কখনও যদি ও আমাকে, আমাদের স্মরণ করে দুলাভাই হিসেবে আমি ওর বিপদে অবশ্যই ঝাঁপিয়ে পড়বো।    

প্রসঙ্গত, চিত্রনায়ক ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর ফুফাতো বোন পপি। ১৯৯৭ সালে পপি তার দুলাভাইয়ের সঙ্গে ‘কুলি’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন। প্রথম সিনেমাতেই দর্শকপ্রিয়তা পাওয়ায় ‘কুলি’হয়ে ওঠে ঢালিউড ইন্ডাস্ট্রির ব্যবসা সফল সিনেমা।    সময়।