সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। ওই ভিডিওতে অভিনেত্রীর পেছনে উপস্থিত ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।
বুধবার (১৬ জুলাই) ফেসবুক রিলসে ভিডিও আপলোড করেন পরীমণি। ক্যাপশনে লেখেন, বিয়ে বাড়ি।
ভিডিওতে দেখা যায়, পরীমণির পিছু পিছু শাকিবও প্রবেশ করছেন বিয়ে বাড়িতে। অনুষ্ঠানে একসঙ্গেই উপস্থিত হন এ দুই তারকা।
বিয়ের অনুষ্ঠানে দুর্দান্ত লুকে হাজির হন শাকিব। নতুন হেয়ার কাট, কালো পাঞ্জাবি আর চোখে চশমা পরে অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে পরী ও শাকিব একসঙ্গে তোলেন বেশ কয়েকটি ছবি। বিয়ে বাড়িতে ছেলে পদ্মকে নিয়ে উপস্থিত ছিলেন এ চিত্রনায়িকা। যা নজর কেড়েছে ভক্তদের।
কয়েকদিন আগেই এ বিয়ে বাড়ির বেশকয়েকটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুক্রবার (১১ জুলাই) রাতে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, বিয়ে বাড়িতে শুধু শাকিব-পরীই নন, উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা।
নেটিজেনদের দাবি, এটি ছিল হারলান কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়ের অনুষ্ঠান। নেটিজেনদের আরও দাবি, এ বিয়ের অনুষ্ঠানে এক ঝাঁক তারকা অংশ নিলেও উপস্থিত ছিলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।