
অভিনেত্রী কুসুম শিকদার আবারও আলোচনায় এসেছেন তার নতুন কিছু ছবিকে ঘিরে। ছোট পর্দা থেকে বড় পর্দা—সব জায়গাতেই নিজের অভিনয়গুণে দর্শকদের মন জয় করে নেওয়া এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব থাকেন।
সম্প্রতি কুসুম শিকদার তার ইনস্টাগ্রাম ও ফেসবুক প্রোফাইলে কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন। আর সেখানেই নজর কেড়েছে তার রূপ ও স্টাইলিং। খোলা চুল, চোখে ঘন কাজল আর সেই চিরচেনা মিষ্টি হাসি—সব মিলিয়ে এক অনবদ্য উপস্থিতি তৈরি করেছেন তিনি।
নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, ‘সেই চিরচেনা মিষ্টি হাসি’, আবার কেউ লিখেছেন, ‘চোখে ধরা পড়ে না, হৃদয়ে গেঁথে যায়।’
এক ছবিতে কুসুম শাড়ি পরে ধরা দিয়েছেন একদম বাঙালি নারীর রূপে। কানে দুল, গলায় মালা আর খোঁপায় ফুল—সব মিলিয়ে পরিপূর্ণ এক লুকে মন জয় করে নিয়েছেন ভক্তদের।
অন্যদিকে ওয়েস্টার্ন লুকে সাদা ব্লেজার-শার্টে কুসুম ধরা দিয়েছেন আবেদনময়ী অবতারে। ওই ছবিগুলোতেও ভক্তদের প্রশংসার বন্যা। একজন লিখেছেন, ‘অপরূপ সুন্দর লাগছে’, আরেকজন বলেন, ‘স্টাইল আর সৌন্দর্যের অনন্য মিশেল।’
সবমিলিয়ে বলা যায়, নতুন লুকে কুসুম শিকদার যেন ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির হয়েছেন। তার ফ্যাশন সেন্স ও অভিব্যক্তির মুন্সিয়ানা আবারও প্রমাণ করেছে, তিনি শুধু পর্দার নয়, সোশ্যাল মিডিয়ার মঞ্চেও একজন স্টাইল আইকন।