News update
  • Divergences continue over Global Stocktake negotiations     |     
  • BNP not to take responsibility if CA goes beyond signed charter: Khosru     |     
  • CA’s speech fails to meet public expectations on referendum: Parwar     |     
  • Global TB Cases Decline for First Time Since Pandemic     |     
  • 37 Killed as Bus Plunges into Deep Ravine in Southern Peru     |     

বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে নিতে মিথিলাকে যেভাবে ভোট দেবেন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-13, 9:53am

4rt543543534-51413a585334baf3a541bda802de5aa21763005984.jpg




এবারই প্রথমবার আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের মঞ্চে সেরা তিন প্রতিযোগির একজন হয়েছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের সুন্দরী প্রতিযোগীদের লড়াইয়ে বাংলাদেশকে বিজয়ের মুকুট ছিনিয়ে নিতে প্রয়োজন মূল্যবান ভোট। তাই জেনে নিন মিথিলাকে ভোট দেয়ার কিছু নিয়ম।

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা মিথিলাকে বিনামূল্যে ভোট দিলে বাংলাদেশ প্রথমবারের মতো জয় করতে পারে মিস ইউনিভার্সের সেরার মুকুট।  

তাই মিথিলাকে বিনামূল্যে ভোট দিন ও অন্যকে উৎসাহ করুন। এরজন্য-

১। প্রথমে Google Play Store থেকে  Miss Universe অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপ লিংক: https://play.google.com/store/apps/details...

২। অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট খুলুন বা লগইন করুন (ইমেল/সোশ্যাল লগইন অপশন থাকতে পারে)।

৩। অ্যাপে গিয়ে Vote বাটনে ক্লিক করুন

৪। People’s Choice সেকশনে সিলেক্ট করে Tangia Zaman Methila কে নির্বাচন করুন।

৫। এই সেকশনে ফ্রি ভোট পাওয়ার অপশন আছে — সেগুলো ক্লেইম করে ব্যবহার করুন এবং বাংলাদেশকে ভোট দিন।

৬। আরও ফ্রি ভোট পেতে একটি বিজ্ঞাপনের ভিডিও দেখুন এবং বিনামূল্যে ভোট পেপার সংগ্রহ করুন এবং বারবার বাংলাদেশকে ভোট দিন।