News update
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     

দেশে ফিরেই বড় ঘোষণা বিদ্যা সিনহা মিমের 

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-12-14, 6:12pm

rwerwerwqe-1659a30ad53bf816477ee09fe02115921765714359.jpg

বিদ্যা সিনহা মিম



ব্যস্ততার রেলগাড়িতে বিদ্যা সিনহা মিম। হাতে একাধিক কাজ। এরমধ্যে যুক্ত হলেন নতুন এক ছবিতে। শনিবার (১৩ ডিসেম্বর) নাম চূড়ান্ত না হওয়া ওই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো প্রজেক্টে যুক্ত হলেন মিম। 

সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা এর আগে মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ’আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।

নির্মাতা জানান, এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাজী আসাদ বলেন, ’বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।

১৩ ডিসেম্বর দুপুরে চরকি কার্যালয়ে চরকি অরিজিনাল ফিল্মে চুক্তি স্বাক্ষর করেন মিম। চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কারণ গল্পটা তার ভালো লেগেছে। এই গল্পের কারণেই বেশ কিছুদিন ধরে কাজ করছেন না মিম। 

মিম বলেন, এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি চরকিতে তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার।

তিনি আরও বলেন, চরকি দেশের বড় একটা প্ল্যাটফর্ম। এখানকার সিরিজ–ফিল্ম আমি নিয়মিতই দেখি। তাদের কাজ ভালো হয়, ভালো লাগে। আমি আশা করছি আমার প্রথম কাজটা খুব ভালো হবে এবং সবার ভালো লাগবে।

মিম দর্শকদের উদ্দেশে জানান, ২০২৬ সালে আরও কিছু কাজের ঘোষণা আসবে তার।     

নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু, কাজী আসাদ এবং নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর। 

ফিল্মটিতে এরইমধ্যে যুক্ত হয়েছেন আরও গুণী সব অভিনয়শিল্পী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।