News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

কলাপাড়ায় ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন

স্বাস্থ্য 2025-07-27, 12:23am

an-emergency-health-responder-group-was-formed-in-kalapara-on-saturday-bad68f2351fbd1258d48c1538d7d480f1753554236.jpg

An Emergency Health Responder Group was formed in Kalapara on Saturday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন, এর সদস্যদের করনীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জলবায়ু পরিবর্তন ও  ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের আওতায় ইপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে ওয়ার্কশপে রিসোর্স পারসন, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, রেডক্রিসেন্ট সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য কর্মী সহ ১৮ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।  

ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোসা. আফরোজা বেগম, ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ অফিসার মো. আজিজুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মো. বশিরুজ্জামান, স্বাস্থ্য কর্মী মনজিলা আখতার প্রমূখ।  

এ সময় বক্তারা ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা রোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহন করা এবং আক্রান্ত রোগীদের দ্রুত পরীক্ষা-নীরিক্ষার জন্য হাসপাতালে প্রেরন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উপর আলোকপাত করেন।    

জলবায়ু পরিবর্তন ও ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের আওতায় পর্যাক্রমে উপজেলার দুইটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের রিসোর্স পারসন, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, রেডক্রিসেন্ট সদস্য, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে এ ওয়ার্কশপ অনুষ্টিত হওয়ার কথা জানিয়েছে ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তারা।  - গোফরান পলাশ