News update
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

১৮ দিন বন্ধের পর ঢাকা মেডিকেল কলেজ খুলছে শনিবার

গ্রীণওয়াচ ডেস্ক হাসপাতাল 2025-07-10, 8:10am

img_20250710_080727-a590e5f882397d10642be64a15df97471752113414.jpg




আবাসন সমস্যা নিরসনসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ১৮ দিন বন্ধের পর শনিবার (১২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষা কার্যক্রম আবারও শুরু হচ্ছে। এ অবস্থায় শুক্রবার (১১ জুলাই) আবাসিক হল খুলে দেয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। তিনি জানান, মঙ্গলবার (৮ জুলাই) কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

এর আগে, নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত মে মাস থেকে ক্লাস বর্জন করছিলেন ঢামেকের শিক্ষার্থীরা। এ দাবিতে ২১ জুন তারা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে মানববন্ধনও করেন।

ওই কর্মসূচি চলার মধ্যেই ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

১. নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস করতে হবে।

২. ছাত্রাবাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৩. নতুন একাডেমিক ভবনের জন্য আলাদা বাজেট পাস করতে হবে।

৪. আবাসন ও একাডেমিক ভবনের বাজেট পৃথকভাবে অনুমোদন করতে হবে ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।

৫. সব প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি শিক্ষার্থীদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য শিক্ষার্থী প্রতিনিধি ঠিক করতে হবে।