News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

বেসরকারি হাসপাতালে বিমান বিধ্বস্তে আহতদের বিনা মূল্যে চিকিৎসার নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক হাসপাতাল 2025-07-22, 6:14am

277b26b7e1d28b5d5bf336fc3393a0ad20898c4615fd2019-a61f3a30fcd9a9d09340831a413a804a1753143267.jpg




রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসা দেয়ার জন্য বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (২১ জুলাই) রাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় আহত সব রোগীকে বিনা মূল্যে চিকিৎসা প্রদান করবে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম সব বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনা মূল্যে দেয়ার জন্য নির্দেশনা  দিয়েছেন।

যে কোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।

আইএসপিআর আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন।