News update
  • Action over ban on AL activities after getting official gazette: CEC     |     
  • Rickshaws and life in Dhaka City     |     
  • Crucial Sylhet road, bridge collapse for Kushiyara erosion     |     
  • Cannes, global Colosseum of film, readies for 78th edition      |     
  • ‘July Unity’ for next course of action based on consultations     |     

জাপানে জন্ম সংখ্যা রেকর্ড সর্বনিম্ন

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-11-27, 9:19am

20221125_39_1189323_l-718847bf11f17544415b5113e4062eef1669519156.jpg




জাপানে জন্ম সংখ্যা এখন রেকর্ড সর্বনিম্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৬ লক্ষেরও কম শিশুর জন্ম হয়েছে।

এই হার বজায় থাকলে, ১৮৯৯ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে জাপানে এই প্রথমবারের মতো একটি পঞ্জিকা বছরে ৮ লক্ষেরও কম শিশুর জন্ম হবে।

মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, বছরের প্রথম নয় মাসে ৫ লক্ষ ৯৯ হাজার ৬৩৬টি শিশু জন্মগ্রহণ করেছে। এই সংখ্যার মধ্যে বিদেশি নাগরিকদের শিশুও অন্তর্ভুক্ত রয়েছে।

এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ হাজার ৯৩৩ বা ৪.৯ শতাংশ কম। উল্লেখ্য, ২০২১ সালে সব মিলিয়ে ৮ লক্ষ ১১ হাজার ৬২২টি শিশুর জন্ম হয়েছিল।

এই মাসের পূর্বভাগে, জাপান গবেষণা ইনস্টিটিউট পূর্বাভাস দিয়েছিল যে ২০২২ সালে প্রায় ৭ লক্ষ ৭০ হাজার শিশুর জন্ম হবে।

অন্যদিকে, ২০১৭ সালে জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক জাতীয় ইন্সটিটিউট এই অনুমান প্রকাশ করেছিল যে ২০৩০ সাল পর্যন্ত জন্মের হার কমবে না।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, জন্ম সংখ্যার এই হ্রাস আংশিকভাবে মহামারির কারণেও হতে পারে। মহামারি শুরুর পর থেকে খুব কম লোকজনই বিয়ে করছে বা সন্তান ধারণ করছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।