News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রুমা ও রোয়াংছড়িতে বলবৎ

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-01-20, 9:04am

resize-350x230x0x0-image-208101-1674182299-00ab99891755e7e5949ef3b803bbf6e91674183857.jpg




বান্দরবানের থানচিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়েছে। তবে রুমা ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণে এখনো অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় সবশেষ গত ১১ জানুয়ারি দেওয়া এক সপ্তাহের সাময়িক নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়েছে। নতুন করে নিষেধাজ্ঞা জারি না করায় থানচি উপজেলা ভ্রমণে পর্যটকদের আর কোনো বাধা নেই।

নিষেধাজ্ঞা না থাকায় দেশি-বিদেশি পর্যটক থানচির রোমাঞ্চকর পর্যটন স্পট নাফাকুম, রেমাক্রী, বড়মদক, আন্ধারমানিক, অমিয়কুম, তমাতুঙ্গিসহ ওইসব এলাকার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলায় ১৬ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তবে থানচি উপজেলা ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা নেই। পর্যটকরা থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে পারবেন।

এদিকে, একের পর এক পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ায় পুরো বান্দরবান জেলায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় ধস নেমেছে। জেলার দর্শনীয় পর্যটন স্পটগুলো ভরা মৌসুমেও ফাঁকা। তথ্য সূত্র আরটিভি নিউজ।