News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ইউক্রেন পুনর্গঠনের জন্য রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করতে কিয়েভের আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-05-13, 9:56pm




ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জার্মানিতে ধনী দেশগুলোর সাথে বৈঠককালে তার যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনে সহায়তা করার লক্ষ্যে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত ও হস্তান্তর করার জন্য জি৭-এর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, "আজ আমি আমাদের  দেশ পুনর্গঠনের জন্য রাশিয়ার সার্বভৌম সম্পদ বাজেয়াপ্ত করে আমাদেরকে দেয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদ্ধতি প্রয়োগ করার জন্য জি-৭  দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছি। খবর এএফপি’র। তথ্য সূত্র বাসস।