News update
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     
  • Arab-Islamic Summit yields limited action over Israeli strike on Doha     |     
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     

সমুদ্রে ট্রলার ডুবি, জেলে একজন নিখোঁজ, আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন

Accidents 2022-08-09, 7:58pm

One injured fisherman under treatment at hospital.



পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় আট জেলে নিয়ে এফবি আনোয়ার খান নামে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। প্রায় এক ঘন্টা সাগরে ভাসার পর ভাসমান সাত জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও নিখোঁজ হয় ট্রলারের বাবুর্চি সেরাজ মুন্সী। মঙ্গলবার সকালে আহত জেলেদের মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে গুরুতর আহত ট্রলারের মালিক আনোয়ার খানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ জেলে সেরাজ মুন্সী রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের বাসিন্দা।

উদ্ধার হওয়া ট্রলারের জেলেরা জানান, সাগর হঠাৎ উত্তাল হয়ে ওঠায় উপকূলে ফেরার পথে রাত তিনটার দিকে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে হঠাৎ ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এসময় অন্য ট্রলারের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় জেলে জুয়েল, রুহুল আমিন, জাহিদুল, সবুজ, বসার ও মিলনকে আহত অবস্থায় উদ্ধার করলেও খুঁজে পাওয়া যায়নি জেলে সেরাজ মুন্সীকে।

এদিকে লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপকূলজুড়ে সোমবার রাত থেকে মুষলধারায় বৃষ্টি অব্যাহত আছে। এছাড়া পূর্ণিমার প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় শতশত মাছ ধরা ট্রলার মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে অবস্থান নিয়েছে।  উপকূলের নিম্ন অঞ্চল অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে গেছে। এতে দুর্ভোগ বেড়েছে লালুয়া ইউনিয়নের বেড়িবাধ ভাঙ্গা কয়েকটি গ্রামের শত শত মানুষের।  - গোফরান পলাশ