News update
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, ৯ জেলে নিখোঁজ

Accidents 2022-08-10, 10:48pm

trawler-capsized-in-the-bay-of-bengal-1bc8fa0466cc3e5b676032283896b97c1660150093.jpg

Trawler capsized in the Bay of Bengal



পটুয়াখালী: নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর  উত্তাল রয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে গভীর সমুদ্রের শেষ বয়া এলাকায় বিক্ষুব্ধ ঢেউয়ের তান্ডবে ১৫ জেলে সহ এফবি নিশাত নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এতে ওই ট্রলারের ৯ জেলে নিখোঁজ রয়েছে।  

নিখোঁজ জেলেরা হলো ফরহাদ, সোহেল, ইয়াসিন, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর। এসব জেলের বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায়। কুয়াকাটা- আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি মো.আনসার উদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে সাগরে অপর দু'টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই সময় নিখোঁজ হয় দুই জেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। - গোফরান পলাশ