News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

কলাপাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান অপসারন

Admin1 2024-08-21, 1:00pm

kalapara-upazila-parishad-woman-vice-chairman-sema-and-vice-chairman-yousuf-alo-3c8e05058552afdf7c28939f85f327ae1724223612.png

Kalapara Upazila Parishad Woman Vice-Chairman Sema and Vice-Chairman Yousuf Alo



পটুয়াখালী: এবার অপসারন করা হলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ ভাইস পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা কে। ১৯ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক  প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, এতদ্বারা স্থানীয় সরকার (উপজেলা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে বাংলাদেশের ৯৮৮ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গনকে স্ব স্ব পদ হতে অপসারন করা হয়। এর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন। এদের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে পৃথক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারন করা হয়।  

উল্লেখ্য, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এবং শাহিনা পারভিন সীমা ত্রাণ  ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। - গোফরান পলাশ,