News update
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     
  • Flight carrying Tarique, family lands in Dhaka     |     
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     

দিলরুবা কামালের “পরদেশী মেঘ” অ্যালবাম প্রকাশিত

Art & craft 2025-08-03, 12:14am

porodeshi-megh-horizon-cvr-926552fb23829319e7938604f87c73b51754158441.jpg

Porodeshi Megh Horizon Cvr



১ আগস্ট মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী দিলরুবা কামালের নজরুলগীতির অ্যালবাম “পরদেশী মেঘ”। তিনটি গানের এই বিশেষ অ্যালবামটি প্রকাশিত হয়েছে সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলসহ সকল আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

অ্যালবামের গানগুলো হলো—পরদেশী মেঘ, কেউ ভোলে না এবং রিমিঝিম। গানগুলোর সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক সজীব দাশ।

ইতিমধ্যেই গানগুলো প্রকাশ পেয়েছে Spotify, Amazon Music, YouTube Music, Deezer সহ বিশ্বের শীর্ষ মিউজিক প্ল্যাটফর্মগুলোতে এবং শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

দিলরুবা কামাল এর আগেও লেজার ভিশন থেকে প্রকাশিত “বকুলচাঁপা” ও “জিততে চাইনি” অ্যালবামে কণ্ঠ দিয়ে প্রশংসিত হয়েছেন। তাঁর প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয় ওয়ালিদ আহমেদ পরিচালিত “মেঘের কপাট” চলচ্চিত্রে, যেখানে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রূপঙ্কর বাগচির সঙ্গে “খোলা ফ্রেমে” শিরোনামের দ্বৈতগানে কণ্ঠ দেন।

প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী দিলরুবা কামাল নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেল ও বেতার অনুষ্ঠানে পরিবেশন করেন। ক্ল্যাসিক্যাল মিউজিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ছোটবেলা থেকেই সংগীতচর্চায় নিমগ্ন। তিনি গানের হাতেখড়ি নিয়েছেন তাঁর বাবা ওস্তাদ মোঃ কামাল উদ্দিন-এর কাছে। ক্ল্যাসিক্যাল, নজরুল গীতি ও আধুনিক গানে তাঁর দক্ষতার জন্য তিনি শ্রোতা মহলে প্রশংসিত।

“পরদেশী মেঘ” অ্যালবামের ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=f3s9GwGe20Q