জেলার কাপ্তাইয়ে উদ্ধারকৃত বিলুপ্ত প্রায় প্রজাতির দুইটি ময়না পাখি আজ অবমুক্ত করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগ।
আজ বুধবার দুপুর ১১টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কাপ্তাই নতুনবাজারে বিক্রির সময় বিলুপ্ত প্রজাতির ময়না পাখিগুলোকে উদ্বার করা হয়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে আজ বুধবার পাখিগুলোকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। তথ্য সূত্র বাসস।