News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রিজওয়ানা

গ্রীণওয়াচ ডেস্ক error 2024-12-15, 11:05pm

img_20241215_230421-c42c44f2662d2343424186981852a1151734282314.jpg




জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. মোখলেস উর রহমান বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে।

মোখলেস উর রহমান বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টা কাযালয়ের মূখ্য সচিবকে প্রধান করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ দেওয়া হবে তা ঠিক করা হবে।

মোখলেস উর রহমান আরও বলেন, মহার্ঘ ভাতা কর্মকর্তাদের কম ও কর্মচারীদের বেশি দেওয়া হবে। আরটিভি।