News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক error 2024-12-19, 2:37pm

img_20241219_143529-7e0a4779334b9b110a4f1a2dbec0839e1734597440.jpg




চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী চিতাবিড়াল উদ্ধার করেছে চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের একটি দল।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চুনতি বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে এটি উদ্ধার করা হয়।

চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য সূত্রমতে, বুধবার একটি নির্মাণাধীন ভবনে চিতাবিড়ালটি দেখতে পেয়ে চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে খবর দেন স্থানীয় লোকজন। পরে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহানের নেতৃত্বে চিতাবিড়ালটি উদ্ধার করা হয়। এ সময় চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও বিট কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন গণমাধ্যমকে বলেন, আবাসস্থল হারিয়ে চিতাবিড়ালটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়েছিল। উদ্ধারের পর প্রাথমিক পরিচর্যা শেষে বিকেলে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেখানে বন্য প্রাণী হাসপাতালে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর চিতাবিড়ালটি সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

২০২১ সালের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারবেশন অব নেচারের (আইইউসিএন) বিপন্ন প্রজাতির প্রাণীর লাল তালিকায় রয়েছে চিতা বিড়ালের এই প্রজাতিটি।

আরটিভি