News update
  • UNRWA Situation Report #164 on Gaza and the West Bank     |     
  • Fire breaks out Kolomteji area in Sundarbans     |     
  • United Nations World Water Development Report 2025     |     
  • World Day for Glaciers & World Water Day 2025 March 22     |     

দেশের নদীগুলোর স্থানীয় নাম প্রকাশ করা হবে: রিজওয়ানা

গ্রীণওয়াচ ডেস্ক error 2025-03-22, 2:57pm

rtwerewr4532-779cec127cdafd18c17b55f3278185131742633838.jpg




১৪ এপ্রিলের মধ্যে বাংলাদেশের নদীগুলোর স্থানীয় নামসহ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। 

আলোচনায় বক্তারা দেশের নদী দূষণ এবং নদী দখলে সরকারের করণীয়সহ ভূগর্ভস্থ পানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

এসময় পানি নীতি ও জাতীয় পানি সম্পদ পরিকল্পনা আপডেট করার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা। তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলার প্রস্তুতির পরিকল্পনা এপ্রিল মাসের মধ্যেই দিতে হবে।

এছাড়াও, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও আলোচনা করেন রিজওয়ানা হাসান। সেইসঙ্গে, ঢাকার ৪টি নদীসহ সারাদেশের ১০টি নদীর কাজ জুনের মধ্যে শুরু করা হবে বলেও জানান তিনি।