News update
  • Milestone tragedy: Ayman laid to rest in Shariatpur     |     
  • Guterres Warns of Global ‘Moral Crisis’ in Rights Speech     |     
  • Fakhrul meets Pilot Towkir's family, conveys condolences     |     
  • BAF respects Milestone teacher Masuka with guard of honour     |     
  • Visiting Indian medical team assesses burn victims of Milestone crash     |     

দেশে ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে: পরিবেশ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক error 2025-05-19, 2:10pm

img_20250519_140837-fdf5508c4797153b10125590996adcd41747642237.jpg




পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বালু ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দিনে বা রাতে যখনই অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর ধারে বড়াল নদীর উৎসমুখ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি৷ 

পরিবেশ উপদেষ্টা বলেন, সমন্বিত পদক্ষেপের ফলে দেশের সকল নদী বাঁচাতে হবে৷ বড়াল নদ বাঁচাতে নদী পুনঃখনন এবং সুইসগেট অপসারণ করা হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সুইসগেটের আর প্রয়োজন নেই। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিনের মধ্যেই বড়ালের উৎসমুখ খনন করা হবে৷ এজন্য পানি উন্নয়ন বোর্ড থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে। পরবর্তী সরকার আসলে এটা আরও বিস্তৃত করতে পারবে।

তিনি আরও বলেন, ফারাক্কা চুক্তির মেয়াদ আরও দেড় বছর আছে। যথাসময়ে চুক্তি নবায়ন করা হবে।