News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

করোনায় ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে সহপাঠীদের ঝিনাইদহে ব্যতিক্রমী র‌্যালী

ঝিনাইদহ প্রতিনিধি Campus 2022-03-11, 1:49am




করোনায় ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে সহপাঠীদের ব্যতিক্রমী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ”চলো স্কুলে ফিরে যায়” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে এ ব্যতিক্রমী  আয়োজন করে বেসরকারী সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল ।

জানাযায়, আজ সকালে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন স্কুলের স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে  এ র‌্যালীর আয়োজন করা  হয় । র‌্যালীটি ব্যাপিষ্ট চার্চ এর নিজস্ব কার্যালয় থেকে বের হয়ে  কালিগঞ্জ শহর প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয় । এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

র‌্যালীতে আগত ছাত্র- ছাত্রীরা জানায়, এমন একটি উদ্যোগকে তারা স্বাগত জানায় । করোনা  শেষ হলেও তাদের অনেক সহপাঠিরা স্কুলে না ফেরায় তারা হতাশা প্রকাশ করে। তাদের আশা আগের মত স্কুলে প্রতিদিন ক্লাস হবে । আর বন্ধু-বান্ধরা আগের মত স্কুলে ফিরবে ।  

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রকল্প ব্যবস্থাপক জিথন হালদার জয় । তিনি তার বক্তব্যে বলেন, আমাদের উদ্দেশ্য হলো করোনা পরবর্তিতে কনো শিশুই যেন লেখাপড়া থেকে বাদ না যায় । সকল শিশুই যেন স্কুল গামী হয় ।