News update
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     

নিষেধাজ্ঞা অমান্য উৎপাদন করায় ৩ বরফ কল মালিককে জরিমানা

Courts 2024-06-09, 12:44am

three-ice-factory-owners-were-fined-on-saturday-for-producing-ice-violating-prohibitory-orders-d0bfd8a9e0f052384c21a0593942afe41717872271.jpg

Three ice factory owners were fined in Kalapara on Saturday for producing ice violating prohibitory orders.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালু রাখা এবং বরফ উৎপাদনের দায়ে মৎস্য বন্দর আলীপুরের ৩টি বরফ কলকে ভ্রাম্যমাণ আদালত ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার রাতে এ জরিমানা করা হয়।

কুয়াকাটা নৌ পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০ টার দিকে আলীপুরের একে আইস প্লান্ট, ভাই ভাই আইস প্যান্ট ও জমজম আইচ প্লান্ট এর মালিক মোঃ আনোয়ার খান, মোঃ কবির হোসেন ও মো: বেল্লাল হোসেন কাজী প্রত্যেক কে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন বলেন, চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা সফল করতে নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। - গোফরান পলাশ