News update
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     
  • Bonn Climate Talks Expose Urgent Gaps in Global Action     |     

কুয়াকাটায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

Crime 2025-05-22, 12:15am

a-daring-theft-was-committed-in-the-house-of-a-businessman-in-kuakara-on-early-wednesday-e98b1dd4173462a05cf5ec853da264c41747851340.jpg

A daring theft was committed in the house of a businessman in Kuakara on early Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ৭ নং ওয়ার্ডের ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরের আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ ৩৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হাওলাদার জানান, “রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। ভোরে ঘুম থেকে উঠে দেখি সবকিছু এলোমেলো। আলমারিতে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়েছে।”

এলাকাবাসী জানান, সম্প্রতি কুয়াকাটাসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তবে রাতে পুলিশের টহল বা নিরাপত্তার তেমন কোন ব্যবস্থা দেখা যাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।” - গোফরান পলাশ